Header Ads

GENDER


Person কি ? Person কাকে বলে ? Person কত প্রকার ও কি কি ?


Person (পুরুষ) : Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে ।
 
Person এর প্রকারভেদ : Person তিন প্রকার ।
যথা :
First Person (উত্তম পুরুষ)
Second Person (মধ্যম পুরুষ)
Third Person (নাম পুরুষ)
 
First Person (উত্তম পুরুষ) : Sentence বা বাক্যেয় আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে ।
যেমন : I , We , My , Our , Me , Us ইত্যাদি ।
 
Second Person (মধ্যম পুরুষ) : Sentence বা বাক্যেয় তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে ।
যেমন : You , Your , Yours ইত্যাদি ।
 
Third Person (নাম পুরুষ) : Sentence বা বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে ।
যেমন : He , She . Karim . Ibrahim , Water Book ইত্যাদি ।
 
মোটকথা হল : যে কথা বলে সে First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে Second Person এবং যার সম্বন্ধে বলে তাকে Third Person বলে । আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে First Person . তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদেরকে. তোমাদের SecondPerson . এবং অবশিয্ট সব Third Person .
যেমন : সে, করিম, তাহারা, বই, কলম, টেবিল, চেয়ার ইত্যাদি ।

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.